বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কান উৎসবের দীর্ঘ দিনের সম্পর্ক। প্রায় প্রতি বছরই সেখানে হাজির হন তিনি, হাঁটেন সম্মানজনক লাল গালিচায়। মোহনীয় সাজে মুগ্ধ করেন সবাইকে। তবে সদ্য শেষ হওয়া কান উৎসবের ৭৭তম আসরে শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন সাবেক এ বিশ্বসুন্দরী। রেড কার্পেটে অভিনেত্রীকে দেখে অনেকেই বডি শেমিং করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এবার তারই যেন জবাব দিলেন ঐশ্বরিয়া।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কান চলচ্চিত্রের বিটিএস অর্থাৎ বিহাইন্ড দ্য সিন ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া।
ছবিতে দেখা যায়, সাদা বাথরোব পরে মেকআপ নিচ্ছেন তিনি। কিন্তু তার মায়া জড়ানো চোখ ছিল ক্যামেরার দিকে।
আদতে বিহাইন্ড দ্য সিন মনে হলেও ঐশ্বরিয়ার ভক্তদের অনেকেই মনে করছেন, এর মাধ্যমে তিনি মূলত নিন্দার জবাব দিয়েছেন। যেমন এক ভক্ত মন্তব্য করেছেন, ‘তিনি এভাবেই তো রেড কার্পেটে যেতে পারতেন আর মাত করে দিতেন!’
ভাঙা হাত নিয়েই ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন ঐশ্বরিয়া। ফাল্গুনি শেন পিককের ডিজাইন করা পোশাক পরে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ও দ্বিতীয় দিনে লাল গালিচায় হেঁটেছিলেন তিনি।