মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলের জালে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের শুশুক। শুক্রবার উপজেলার হাসাইল এলাকার পদ্মার শাখা নদীতে স্থানীয় জেলে দাদনের জালে এই শুশুক ধরা পড়ে।
জেলে দাদন জানান, ভোরে নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে শুশুকটি ধরা পড়ে। পরে শুশুকটি হাসাইল মাছ ঘাটে নিয়ে আসলে সেখানে এটি দেখতে সাধারণ জনতা ভিড় জমায়। পরে শুশুকটি নদীতে ছেড়ে দেওয়া হয়।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা