প্রচারিল কে কোন কু-ক্ষণে
কাঁদামাটি ভক্ষণে
সর্বরোগ হরে তৎক্ষণে
শুনতে পেলাম ময়মনসিংহের বিলে
হাজার হাজার জনতা রচিছে স্রোতধারা
মিশে গেল বিলের কাদা জলে
লুটোপুটি, গোগ্রাসে কাদা খাওয়া নিমেশে
জানেনা কেন হলো মাতোয়ারা
কেউ বলতে পারে না কেউ সুস্থ হলো কিনা
কাদাজল খেয়েছে যারা?
পুরো সমাজের অবস্থা অভিন্ন তথা
কোটি টাকা ব্যায় ক্লান্ত অবসন্ন ঘরে ফেরা
হৃদয়ের রোগটা ফের উঠলো তেতে
কাদাজল খাওয়া আর মরু মাঝে ছুট দেয়া
সাযুজ্য খুঁজে পাই রোদন-অরন্য
কেবল গুজব ছড়ানো টুপাই কামানো আত্মরক্ষা
যেমন অপব্যায়ীপুত্র চেয়েছিল নিজেকে বাঁচাতে
কান্ডবিহীন শাখা বাঁচাতে চায় কান্ডজ্ঞান ছাড়া
মুক্তি লভে কি কভু মুক্তি দাতা ছাড়া
দেখ কে দাঁড়িয়ে দুয়ারে তোমার
করাঘাত করছেন বারবার
অপেক্ষা অন্তরে প্রবেশ করার
রাজত্ব করবেন তব অন্তপুরে
সুখ শান্তি প্রেম অনন্তধারা
রচিলেন মসিহ সবাকার হৃদয়ে
অনন্ত প্রেমের অবিরাম ফল্গুধারা
কাঁদামাটি ভক্ষণে
সর্বরোগ হরে তৎক্ষণে
শুনতে পেলাম ময়মনসিংহের বিলে
হাজার হাজার জনতা রচিছে স্রোতধারা
মিশে গেল বিলের কাদা জলে
লুটোপুটি, গোগ্রাসে কাদা খাওয়া নিমেশে
জানেনা কেন হলো মাতোয়ারা
কেউ বলতে পারে না কেউ সুস্থ হলো কিনা
কাদাজল খেয়েছে যারা?
পুরো সমাজের অবস্থা অভিন্ন তথা
কোটি টাকা ব্যায় ক্লান্ত অবসন্ন ঘরে ফেরা
হৃদয়ের রোগটা ফের উঠলো তেতে
কাদাজল খাওয়া আর মরু মাঝে ছুট দেয়া
সাযুজ্য খুঁজে পাই রোদন-অরন্য
কেবল গুজব ছড়ানো টুপাই কামানো আত্মরক্ষা
যেমন অপব্যায়ীপুত্র চেয়েছিল নিজেকে বাঁচাতে
কান্ডবিহীন শাখা বাঁচাতে চায় কান্ডজ্ঞান ছাড়া
মুক্তি লভে কি কভু মুক্তি দাতা ছাড়া
দেখ কে দাঁড়িয়ে দুয়ারে তোমার
করাঘাত করছেন বারবার
অপেক্ষা অন্তরে প্রবেশ করার
রাজত্ব করবেন তব অন্তপুরে
সুখ শান্তি প্রেম অনন্তধারা
রচিলেন মসিহ সবাকার হৃদয়ে
অনন্ত প্রেমের অবিরাম ফল্গুধারা