কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে ৯ বছর বয়সি নাতনি মিনা খাতুন। সেই শোকে স্ট্রোক করে মারা গেছেন ওই শিশুর দাদি মর্জিনা বেগম (৫৫)। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামে মফিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতরা মফিজুল হকের মা ও মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিনা খাতুনের (৯) মৃত্যু হয়। নাতনির সেই মৃত্যুর শোক না পেরুতেই ওই রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদি মর্জিনা। তাদের মৃত্যু সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিবেশী আব্দুল মালেক বলেন, পরিবারের সবাই একসঙ্গে মৃত নাতনির আনুষ্ঠানিকতা নিয়ে কথাবার্তা শেষে ঘুমানোর আগেই দাদি স্ট্রোক করে মারা যান। ওই দাদি ছোট থেকে নাতনি মিনাকে মানুষ করেছেন। তাকে নিয়ে দুশ্চিতায় এবং শোকে হয়তো দাদি মারা গেলেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মিনা খাতুনের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার দাদি মর্জিনা বেগমও রাতে স্ট্রোক করে মারা গেছেন। বুধবার দুপুরে দাদি মর্জিনার জানাজা শেষে নাতনির কবরের পাশে সমাহিত করা হয়।দি সাপ্তাহিক আলোর ফোয়ারা