চট্টগ্রাম নগরে এবার তেলের কন্টেইনারবাহী ট্রেনে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরের পতেঙ্গা এলাকায় খাদ্য অধিদপ্তরের গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্য অধিদপ্তরের গুদাম থেকে দ্রুতগতিতে একটি গমবাহী ট্রাক বের হচ্ছিল। এ সময় পাশের রেললাইন দিয়ে যাচ্ছিল তেলের খালি কন্টেইনারবাহী ট্রেনটি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি এসে ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা গম বস্তা ছিঁড়ে চারদিকে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, ট্রেনটি গুডস পোর্ট ইয়ার্ডে থেকে তেল আনতে যাচ্ছিল। ট্রাকটি জব্দ করে পুলিশ সরিয়ে নিয়ে গেছে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করীম প্রথম আলোকে বলেন, ঘটনার পর ট্রাকের চালককে পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন চালক আহত হয়েছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
এ নিয়ে এই পথে গত পাঁচ মাসে চার বার ট্রেন দুর্ঘটনা ও লাইনচ্যুতের ঘটনা ঘটল। গত ৮ জুন নগরে সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগন ও কনটেইনারবাহী লরির সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এর আগে ৬ এপ্রিল তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় মারা যায় তিনজন। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি সিজিপিওয়াই–এর প্রবেশ পথে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়।