ঢাকা ও সাভারে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ও মো. শাহজাহান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তর বিভাগের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, গোপন খবরের ভিত্তিতে তাঁদের একটি দল বুধবার সকালে অভিযানে নামে। তাঁরা রাজধানীর গোপীবাগের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িসহ আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
রাশেদুজ্জামান বলেন, আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাহজাহানকে আটক করা করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিশেষ কায়দায় পেটিকোটে সেলাই করা অবস্থায় ১৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। নারীদের ব্যবহার করে ইয়াবা পাচারের সুবিধার জন্য এই বিশেষ কৌশল অবলম্বন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফের বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে ইয়াবা সংগ্রহ করেন শাহজাহান। পরে ওই ইয়াবা ঢাকার হেমায়েতপুরের ভাড়া বাসায় মজুত করেন। পরে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ইয়াবা কারবারিদের কাছে পাইকারি দামে ইয়াবা বিক্রি করেন।
রাশেদুজ্জামান বলেন, আলমগীর একজন ট্রাকচালক। তিনি টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় শাহজাহানের কাছে পৌঁতে দিতেন। বুধবার টেকনাফ থেকে গোপীবাগে আসার পর আলমগীরের ট্রাকের গতি রোধ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ট্রাকের স্পেয়ার চাকার (বাড়তি চাকা) টিউবের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবা আছে। পরে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।