এই মুহূর্তে এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় থাকা দ্বিতীয় ব্যক্তি চীনের ঝং
শানশান। ভারতের বিজনেস টাইকুন গৌতম আদানিকে পেছনে ফেলে তিনি এই স্থানে উঠে
এলেন। আর এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিয়নিয়র্স
ইনডেক্সের তালিকা অনুযায়ী, গৌতম আদানি ১৮তম স্থান এক ধাপ পিছিয়ে ১৯তম
স্থানে রয়েছেন। আর ১৮তম স্থানে রয়েছেন শানশান। তিনি ছিলেন দিনমজুর। পরে
তিনি বাড়ি বাড়ি সেলসম্যানের কাজ করতেন। এককালে করেছেন সাংবাদিকতাও। পরে
‘নোংফু স্প্রিং’ নামের মিনারেল ওয়াটার প্রস্তুতকারক সংস্থার কর্ণধার হন ঝং
শানশান।