শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ নামে একটি ফেসবুক পেইজে নড়িয়া উপজেলা ঘড়িসার–সুরেশ্বর মেন রোডে ‘কিছুক্ষণ পূর্বে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল’ এই শিরোনামে ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম নড়িয়ার উপজেলার ঘরিষার ইউনিয়নে এ ধরনের কার্যক্রম দেখা গেল।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা। তবে, মিছিলে কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘আমি বিষয়টি শুনে ফেসবুকে দেখেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এটা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।’



