বাংলাদেশ জাতীয় দলের বাঁ–হাতি পেসার মুস্তাফিজুর রহমানের পেশাদারিত্বে মুগ্ধ রংপুর রাইডার্সের প্রোটিয়া কোচ মিকি আর্থার। অভিজ্ঞ এই কোচ মনে করেন, পেশাদারিত্বের কারণে তাকে সামলানো খুবই সহজ। বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের রংপুর রাইডার্সের হেড কোচ আর্থার বলেন, ‘ফিজ দারুণ পেশাদার একজন ক্রিকেটার। দলের জন্য সে অবিশ্বাস্য। আমাদের জন্য অসাধারণ খেলছে। আমরা জানি, বোলার হিসেবে সে কতটা ভালো। তার আরেকটি ব্যাপার হলো, সে খুব ভালো টিমম্যান এবং অসম্ভব বিনয়ী। তাকে সামলানোর কোনো ব্যাপার নেই। প্রতিদিন সে মাঠে নামে নিজের সেরাটা দেওয়ার জন্য।’ আইপিএলে মুস্তাফিজের চুক্তি বাতিল হওয়া হতাশার বলেও মন্তব্য করেছেন আর্থার।
তার মতে, কেকেআরে মুস্তাফিজ ভালো একটা চুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত যা ঘটেছে তা হতাশার। মুস্তাফিজ পেশাদার বলেই, বিষয়টির খুব সহজে মেনে নিতে পেরেছে। আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়ার পর তাৎক্ষণিক কিছু কথা হয়েছে বলেও জানিয়েছেন আর্থার। যদিও ভাষাগত পার্থক্যের কারণে তার পুরোটা বুঝতে পারেননি তিনি, ‘আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। এক ফাঁকে একটু কথা হয়েছে আমাদের। ফিজ ও আমার মধ্যে একটু ভাষাগত দূরত্ব রয়েছে। তবে আমি যা জানতে চেয়েছি সে বুঝতে পেরেছে। সে যা বলেছে তার অর্থও আমি বুঝেছি। ব্যাপারটা আমরা ওখানেই শেষ করে সামনে এগিয়েছি।’



