সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’ একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশনের কনটেন্টের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ–শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন–বিচ্ছিন্ন করে দিচ্ছে।’ আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ–ভারত সম্পর্কের অবনতিকে সামনে এনে মৌলবাদী হিন্দু গোষ্ঠী মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে হুমকি দিতে থাকে। এর পরিপ্রেক্ষিতেই গত ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় কেকেআরকে। বিষয়টি জানাজানি হতেই দেশে–বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা। ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কড়া অবস্থান নেয়। একই শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।



