বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে এই সিদ্ধান্ত গৃহীত বিষয়ে সাংবাদিকদের এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ–আল–ফয়সাল। ইউএনও বলেন, ‘থানচি উপজেলার মোট ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত এবং এসব কেন্দ্রে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। ফলে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য বিকল্প হিসেবে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হবে।’ তিনি আরও জানান, শুধু আলোর ব্যবস্থাই নয়, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় শৌচাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে দায়িত্ব পালন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ–আল–ফয়সাল বলেন, ‘ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।’ সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্গম কেন্দ্রগুলোতে প্রশাসনিক সহায়তা জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি।



