দলবেঁধে আসা শতাধিক শেয়াল রাজশাহীর চরে মঙ্গলবার রাতে দুই শতাধিক গরু–মহিষ কামড়ে দিয়েছে। এত গরু–মহিষকে একসঙ্গে এর আগে কখনোই শিয়ালে কামড়ায়নি বলে দাবি করেছেন খামারিরা। ফলে খামারিদের মাঝে আতঙ্ক নেমে এসেছে। আক্রান্ত গরু–মহিষগুলোর কয়েকটি গরুর কান ছিঁড়ে নিয়েছে শিয়ালের দল। অন্য গরু–মহিষের মুখ জখম করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে পদ্মার দুর্গম মাঝচর এলাকায়। খবর পেয়ে বুধবার দুপুরেই আক্রান্ত গরু–মহিষগুলোকে র্যাবিজ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। তবে এখনো আতঙ্ক কাটেনি খামারিদের। গরু বাঁচাতে এখন রাত জেগে পাহারা দিচ্ছেন খামারিরা। পাশাপাশি আক্রান্ত গরু–মহিষগুলোকে যেন কোনোভাবেই বিক্রি করা না হয়, সে জন্য প্রশাসনের পক্ষ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রমতে, মাঝচরের বাসিন্দারা অধিকাংশই গরু–মহিষের খামারি। একেকজনের পাঁচ থেকে শতাধিক গরু–মহিষও আছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘ঘটনার কথা শুনে প্রথমে একটু অবাকই হয়েছিলাম। একসঙ্গে এতগুলো গরু–মহিষকে বিশেষ করে মহিষকে তো শেয়ালে কামড়ায় না। দুই একটা গরুকে কামড়াতে পারে। পর্যায়ক্রমে হয়তো এক–দুই শ গরুকে কামড়াতে পারে। কিন্তু এক রাতে এতগুলো গরু–মহিষকে কামড়ানোর কথা শুনে হতবাক হয়েছিলাম। পরে দেখা যায় শতাধিক শেয়াল গরু–মহিষের পালের অদূরেই অবস্থান করছিল। এটি বিস্ময়কর।



