ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গতকাল রোববার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফেনী–১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) ও বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে খালেদা জিয়া এবং বগুড়া–৬ (সদর) আসনে তারেক রহমান প্রার্থী হবেন। খালেদা জিয়ার পক্ষে বিকেলে ফেনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। তিনি বলেন, আমরা আশাবাদী, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়া মনোনয়নপত্র পূরণ করে কেন্দ্রীয় ও জেলা নেতাদের সঙ্গে নিয়ে তা দাখিল করবেন। দুপুর দেড়টায় বগুড়া শহরের গোহাইল সড়কে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার বলেন, খালেদা জিয়াকে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন রেজাউল করিম বাদশা। ভোটার না হওয়ায় তাঁর নামে সংগ্রহ করা ফরম ফাঁকা রাখা রয়েছে। জমা দেওয়ার সময় ভোটার নম্বরসহ পূরণ করে জমা দেবেন। জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন, এটা নির্বাচন কমিশনের নিয়মে আছে।
মির্জাপুরে চার নেতার ফরম সংগ্রহ
টাঙ্গাইল–৭ (মির্জাপুর) আসনে চার বিএনপি নেতা মনোনয়নপত্র তুলেছেন। এরা হলেন– জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, তাঁর ভাই কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। এ ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সংস্কৃতিবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ বেগম বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্যামনগরে দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ
সাতক্ষীরা–৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির দুই নেতা। দুপুর সাড়ে ১২টার দিকে সমর্থক ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, শুরুতে তারা সমবেতভাবে দল মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে যান। সেখানে গিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ মনোনয়নপত্র তোলার আগ্রহ প্রকাশ করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। শেষে দুজন পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
চট্টগ্রামে ফরম নিলেন পাঁচ নেতা
দলীয় মনোনয়ন না পেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে বিএনপির পাঁচ নেতা মনোনয়ন ফরম তুলেছেন। তাদের মধ্যে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম–৯ (কোতোয়ালি) আসনে নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামছুল আলম মনোনয়নপত্র নিয়েছেন।



