ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে শাহবাগ চত্বরে ।শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করবে। সেখান থেকে ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে আনা হবে। ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর থেকেই রাজধানীর শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক বিক্ষোভের শুরু হয়। সর্বস্তরের মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। এসময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব ; এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে; বিচার বিচার বিচার, হাদি হত্যার বিচার চাই; সুশিলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ; হাদি ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ইনকিলাব মঞ্চের রিয়াদুস জুবা সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা সাধারণ মানুষ যেখানে দাঁড়াব সেটাই হবে আমাদের ইনকিলাব মঞ্চ।’ এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।



