পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জি রাল্ড ডারমেনিন বলেন, এত বেশি পুলিশ একসঙ্গে আহত হওয়ার ঘটনা খুব বেশি ঘটে না। সংঘর্ষ চলার সময় ২৯১ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর পেনশন সংস্কারের প্রতিবাদে মে দিবসে কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের বেশির ভাগই ছিলেন শান্তিপূর্ণ। তবে কিছু উগ্রপন্থী পেট্রলবোমা ছোড়েন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছুড়েছে। সংঘর্ষে কয়জন বিক্ষোভকারী আহত হয়েছেন, তা জানা যায়নি।

দি সাপ্তাহিক আলোর ফোয়ারা