জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি সরকারের উদ্দেশে বলেন, গণতন্ত্র স্থিতিশীল করতে চাইলে অন্যান্য দলের মতো জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জাতীয় পার্টি ঘোষিত ‘সংবিধান সংরক্ষণ’ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেছেন শেখ হাসিনার আমলে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা জি এম কাদের। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটিকে অন্যান্য দল গণতন্ত্র দিবস হিসেবে পালন করলেও জাপা ‘সংবিধান সংরক্ষণ’ দিবস হিসেবে পালন করে। শেখ হাসিনার শাসনমালে গৃহপালিত বিরোধীদলের ভূমিকা পালন করা এবং চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়ায় স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। যদিও জি এম কাদের দাবি করেছেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার আন্দোলনে জাপা ধারাবাহিক ভূমিকা রেখেছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের দাবির পক্ষে জাপা রাস্তা নামলেও স্বৈরাচারের দোসর আখ্যা দেওয়া দুঃখজনক। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, বিগত সংসদগুলোতে জাপা সরকারদলীয় একনায়কতন্ত্রের বিরুদ্ধে সরব ছিল, কর্তৃত্ববাদী প্রবণতাকে চিহ্নিত করে প্রতিবাদ জানিয়েছে। জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।



