বাংলাদেশের পোল্ট্রি শিল্পে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে *চিকেন অ্যানিমিয়া ভাইরাস (CAV)। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেশের পোল্ট্রি খাতে প্রথমবারের মতো এই ভাইরাসের জেনোটাইপ থ্রিভি (Genotype III) প্রজাতি শনাক্ত করেছেন। অধ্যাপক ড. মোহাম্মদ গুলজার হোসেনের তত্ত্বাবধানে এই গবেষণা পরিচালনা করেন স্নাতকোত্তর শিক্ষার্থী মারজানা আক্তার। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘মাইক্রোবায়োলজি স্পেক্ট্রাম’-এ। গবেষকদের ভাষ্যমতে, অতীতে বাংলাদেশে ভাইরাসটির উল্লেখযোগ্য প্রাদুর্ভাব দেখা না গেলেও ২০২৩ সালে নরসিংদীর একটি পোল্ট্রি খামারে প্রথমবার শনাক্ত হওয়ার পর থেকে এটি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।ভাইরাসে আক্রান্ত মুরগিরা রক্তশূন্যতা, ফ্যাকাসে ঝুটি, নীলচে বর্ণ ধারণসহ নানা উপসর্গে ভুগছে।
পরীক্ষায় দেখা গেছে, তাদের যকৃত, প্লিহা, থাইমাস ও অস্থিমজ্জায়* উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। জিনোম বিশ্লেষণে নিশ্চিত হয়েছে, এই ভাইরাসটি বাংলাদেশে পূর্বে শনাক্ত হয়নি। বরং এটি চীনের এক স্ট্রেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা সম্ভবত আন্তর্জাতিক পোল্ট্রি বাণিজ্যের মাধ্যমে দেশে প্রবেশ করেছে। বিশ্লেষণে আরও দেখা গেছে, ভাইরাসটির VP1 প্রোটিনে নতুন মিউটেশন ঘটেছে, যা রোগের তীব্রতা বাড়াতে ও মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে। অধ্যাপক গোলজার হোসেন বলেন, “এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল দেশীয় ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য নির্ধারণ করা, যাতে ভবিষ্যতে টিকা উদ্ভাবন, রোগ নির্ণয় ও জাতীয় পর্যবেক্ষণ কার্যক্রমে সহায়তা পাওয়া যায়।” গবেষক দল সতর্ক করেছে যে, ভাইরাসটির বিস্তার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে *ভ্যাকসিন হালনাগাদ করা, খামারের বায়োসিকিউরিটি জোরদার করা এবং জাতীয় ভাইরোলজিক্যাল মনিটরিং কার্যক্রম শুরু করা। বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন জেনোটাইপ থ্রিভি প্রজাতি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে দেশের পোল্ট্রি শিল্প বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।



