নারী ওয়ানডের ইতিহাসে প্রথমবার রান তাড়ায় ৩৩০ রানের সীমা ছাড়িয়ে জয় অর্জন করল অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির ১৪২ রানের অসাধারণ ইনিংসের সাহায্যে ৩৩১ রানের লক্ষ্য ছুঁয়ে ৬ বল ও ৩ উইকেট হাতে রেখে ভারতকে হারিয়েছে সাতবারের চ্যাম্পিয়ন দল। এই জয়ের আগে মেয়েদের ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ৩০২, যা গত বছর শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেরিয়েছিল। অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ডের উদ্বোধনী জুটি দ্রুত রান তোলার ধারা চালিয়ে যায়।
হিলি ম্যাচে ২১ চারের সঙ্গে ৩ ছক্কা মেরেছেন। পেরি, মুনি ও সাদারল্যান্ডের অবদানেও অস্ট্রেলিয়া লক্ষ্য অর্জনে সক্ষম হয়। ভারতও স্মৃতি মান্ধানার ৬৬ বলে ৮০ রানের ইনিংসের মাধ্যমে নারী ওয়ানডে ইতিহাসে প্রথম এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছে। তবে শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৩৩০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দল। অস্ট্রেলিয়ার এটি চতুর্থ ম্যাচে তৃতীয় জয়, ৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। ভারতের ৪ ম্যাচে ৪ পয়েন্ট এবং টানা দ্বিতীয় হারের পর তারা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে।