দক্ষিণ ভারতের সুপরিচিত অভিনেতা রজনীকান্ত তার পরিচিত সরল ও নম্র জীবনযাপনের জন্য সর্বদা প্রশংসিত। সম্প্রতি হিমালয়ের ঋষিকেশে একান্ত আধ্যাত্মিক সফরে গিয়েছেন এই তারকা, যেখানে ব্যস্ততা থেকে কিছু সময় নিজেকে শান্তিতে কাটাতে বেরিয়েছিলেন গঙ্গাতীর তীরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, সাদা পোশাক পরিহিত রজনীকান্ত পাহাড়ি এক রাস্তার ধারে বসে শালপাতার তৈরি একবার ব্যবহারযোগ্য থালায় খাবার উপভোগ করছেন। পাশে একটি গাড়ি পার্ক করা আছে, আর পেছনে দেখা যাচ্ছে পাহাড়ের মনোরম দৃশ্য। এই সাধারণ অথচ অর্থবহ ছবি যেন তার জীবনের দর্শনকে প্রকাশ করে — খ্যাতির শিখরে থেকেও মাটির মানুষ রজনীকান্ত। এই সফরে তিনি স্বামী দয়ানন্দ আশ্রমে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং গঙ্গাতীরে বসে ধ্যান করেছেন। সন্ধ্যায় গঙ্গা আরতিতে অংশ নেয়ার কিছু মুহূর্ত অনলাইনে ছড়িয়ে পড়েছে। হিমালয়ের এই আধ্যাত্মিক যাত্রার পর তিনি গিয়েছিলেন উত্তরাখণ্ডের দ্বারাহাটেও, যা শান্তি ও ধ্যানের জন্য পরিচিত একটি কেন্দ্র। অন্য একটি ছবিতে দেখা গেছে, রজনীকান্ত আশ্রমে ভক্তদের সঙ্গে আলাপ করছেন এবং এক পুরোহিতের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
পুরো সফরজুড়ে তার মুখে ছিল প্রশান্ত হাসি, যা তার জীবনদর্শনের প্রকাশ। সফরের মাঝেও তিনি মানবিক দায়িত্ব থেকে দূরে ছিলেন না। তামিলনাড়ুর করুরে তামিলাগা ভেট্রি কাজাগম দলের সমাবেশে ঘটে যাওয়া ভয়াবহ পদদলিত ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি তামিলনাড়ু সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের সর্বশেষ ছবি ‘কুলি’, যা পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন নাগার্জুনা ও শ্রুতি হাসান। বক্স অফিসে ছবিটি ব্যাপক সফলতা অর্জন করেছে এবং রজনীকান্তের অভিনয় আবারও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।