ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ২২ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ভরাডোবা খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের মোস্তাকুল আলম মাস্টারের স্ত্রী রিনা আক্তার ও মা রহিমা খাতুনের কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয়রা কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।
পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। মোস্তাকুল আলম বলেন, কে বা কারা কবর খুঁড়ে আমার মা ও স্ত্রীর কংকাল নিয়ে গেছে বুঝতে পারছি না। এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।