২১ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের সাতপাই গ্রামে এ বিয়ে আয়োজনের সময় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রীতম সাহা। সাজাপ্রাপ্তরা হলেন: লিমন ইসলাম — বর, ইব্রাহিম হোসেন নাহিদ — কনের দুলাভাই। ইউএনও প্রীতম সাহা জানান, সাতপাই গ্রামের ওবায়দুল ইসলামের নাবালিকা মেয়ের সঙ্গে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিমন ইসলাম–এর বিয়ে আয়োজনের খবর পেয়ে রাতেই অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী বর লিমন ইসলামকে ৭(১) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা এবং কনের দুলাভাই ইব্রাহিম হোসেন নাহিদকে ৮ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাল্যবিয়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।