ভারতের সিনেমার ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি তারকা এবার আসছেন, একই পর্দায়। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ও টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে এবার দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিঠুন চক্রবর্তী শুধু অতিথি চরিত্রে নন, বরং গুরুত্বপূর্ণ এক পূর্ণাঙ্গ ভূমিকায় দেখা দেবেন। এই সপ্তাহেই তিনি ছবির শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গেছে। তার চরিত্রটি কাহিনির মূল অংশের সঙ্গেই গভীরভাবে যুক্ত থাকবে। এর আগে মিঠুন অভিনীত ১৯৮৯ সালের হিন্দি সিনেমা ‘ভ্রষ্টাচার’ এবং ১৯৯৭ সালের বাংলায় ‘ভাগ্য দেবতা’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্তকে।
তবে এবার পরিস্থিতি উল্টো, প্রথমবারের মতো বৃহৎ আকারে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। চলচ্চিত্রপ্রেমীরা ইতোমধ্যেই দুই কিংবদন্তির এই জুটি নিয়ে চরম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অ্যাকশন ফিল্ম ‘জেলার’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। তবে ‘জেলার’ থালাইভা খ্যাত রজনীকান্তের ‘এনথিরান’ এ সিনেমার পরের পর্ব, যা ২০১০ সালে ব্লকবাস্টার হয়। ‘জেলার’ বিশ্বব্যাপী আয় করে ৬০০ কোটি রুপির বেশি। মুক্তির পর থেকেই এ সিনেমার সিকুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ দেখা গেছে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও রজনীকান্ত। সর্বশেষ ১৯৯৫ সালে মিঠুনের ‘ভাগ্যবিধাতা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। এদিকে ১৪ অগাস্টে মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘কুলি’।
এখানে আমির খান একটি বিশেষ চরিত্রে কাজ করেছেন। ‘কুলি’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সোনা চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুলি সিনেমার গল্প। এই সিনেমায় একজন কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েনে রজনীকান্ত হাজির হন দুর্দান্ত রূপে।