খুলেছে খুলেছে এবার
দুয়ার খুলেছে
দয়াময় নিজের হাতে
খুলে দিয়েছে…
যত ছিল বন্ধ দুয়ার
চলতো তাতে মন্দ কারবার
নিরীহদের ঠকিয়ে শেষে
বসেছিল দখলদার– বসেছিল দখলদার
মালিক এসে দেখতে পেল
পরিকল্পনা তাঁর ভেস্তে গেল
আদরে যাদের পুষে রাখলো
তারা ফন্দি আঁটে মালিক তাড়াবার
আসল মালিক নয়তো তারা
জুলুম ছাড়া বোঝে না যারা
নারদ মুনির দল যে ভারি
মালিকের হাতে হবে ছারখার
তুমি আমি অপেক্ষায় যারা
বৃথা যাবে না বিশ^াস করা
মালিকের কথা সদাই সত্য
পেয়েছি হৃত অধিকার, পেয়েছি হৃত অধিকার
হারাধন সবে মতোয়ারা
শোকের রাতে উদিল তারা
পয়গাম দিল জনগণে ভাই
আশা আলো জীবন ধারা
খুলেছে খুলেছে এবার
দুয়ার খুলেছে
দয়াময় নিজের হাতে
খুলে দিয়েছে।