গড়ে তোলে তীলে তীলে
ধ্বংস করে এক ঢিলে
অর্জিত সম্পদ শ্রমে ঘামে
ছিনিয়ে নেয় লুটেরার দলে
শান্তির নামে অশান্তি করে
ভুতুরে হিসেবে তাদের ধরে
মাবুদ মাওলা জীবন দানে
মারতে তাদের তরবারী হানে
প্রেম প্রীতি ঐকতানে
সমস্বরে গাই মাবুদের গান
তিনিই দাতা তিনিই মহিয়ান
তারই কাছে মোদের পরিত্রাণ
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা