মাননীয় প্রধানমন্ত্রী
ধরেছো হাইল শক্ত হাতে
জনকের গড়া নৌকার
যার মধ্যে ঠাই নিয়েছে বঙ্গবাসি
ঝড়-ঝঞ্জা উত্তাল হাওয়ায়
আঘাত হেনেছে বার বার।
চেয়েছে ঘটাতে শলীল সমাধি ঐ তরীর
মাবুদ আপনার সহায়
তিনিই তুলে ধরেছেন বিশ্বসভায়
বাঙ্গাল বলে যারা কটাক্ষ করতো
বিষ্ফারিত নেত্রে ফিরে তাকায়।
নিশাচর ঘাতকের দল, করে কোলাহল
উপকরণ দুর্ণাম বদনাম বিভ্রান্তি হলো শনির কারণ
ওরা হনুমান, জানার কথা নয় ক্রমবিবর্তন
ঘাতকের দল মুছে দিতে বদ্ধ পরিকর
বাংলার আকাশে জ্বলে ওঠা উজ্জ্বল তারকা
গোটা দেশ আলো পেল আধার ঘুচলো
জীবন পেল, বিশ্ব দরবারে নাম লেখালো
আমরাও মানুষ, ‘সবার উপরে মানুষ সত্য’।
প্রজ্ঞা প্রেম প্রেষণা দেখেছে প্রতিটি জনতা
পেয়েছে নেতার হৃদে যথাযথ মমতা
মনে হয় ক্লোজ সার্কিট ক্যামেরা
নজরে রয়েছে পুরো দেশ
আঠারো কোটি জনতা যেন তব জঠরজাত
অশুভ শক্তি মেনে নিতে পারে না,
তেমন প্রশ্নও জাগে না।
নারদের দল নিত্যদিন ঘোষিছে আপত্তি
সোরগোল কলহ বিবাদ বিভেধ ঘটায় বিপত্তি
ভাগ্যিস সুযোগ পেয়ে যায় মন্দ কি তায়
জনাব মন্ত্রী মহোদয় নয়নের মনি প্রধানমন্ত্রী
আমি এক সাধারণ ব্যক্তি
তবে বয়সের ফাঁকে ফাঁকে যতটুকু দেখেছি
প্রেমের শক্তি সদা অপরাজেয়।
প্রেম আসে উপর থেকে
মহান মাবুদের পক্ষ থেকে
তিনিই তো আপনার আমার নির্মাতা
সৃষ্টি করেছেন স্বীয় সুরতে নিজের প্রয়োজনে
বাতেনি মাবুদ, মাবুদের ঐশি সত্ত¡া
আপনি আমি গোটা আদমকুল
ঘোষিব প্রেম সত্য ও জীবনের বারতা।
কঠিন কোমলে সংমিশ্রন আপনি
যেমন মধু সেবনে ও পরিবেশনে প্রয়োজন
এমন এক পাত্র যা গলে যাবে না
মধুর চাপে থেৎলে যাবে না ভোক্তার হাতে।
কাঁচের পাত্র সংরক্ষণে উপযুক্ত পাবে স্বচ্ছতা
কতবার চেলেছে চাল করবে কুপোকাৎ
মরতে মরতে বেঁচে যাওয়া
আষ্টেপৃষ্ঠে বেধে গুম করতে চায় ওরা
নেতা কব্জাগত তবেইতো কেল্লামাত
সবই অদৃশ্য হাতের খেলা
পেলো না বক-ধার্মিক বিজয় মালা
তুমি ঘাত-প্রতিঘাতে পোড় খাওয়া
মানবতার ছবক শেখালে তুমি।
বিশ্বদরবারে করে নিলে আসন, সম্মানের পজিশন
উপাধি বা তমঘা সবটুকু মানবতার উপর
‘মাদার অব হিউম্যানিটি’
মানবতার আতুরঘর
ভাবতে অবাক লাগে
যেমন জনক তেমন আত্মজা
ধ্বমনিতে বহমান বিপ্লবী প্রবাহ ধারা।
বিশ্ব আজ কুর্নিশরত তব নীতিজ্ঞানে
নিজেকে বিপন্ন করেই নিরন্ন মানবতার সেবা
পনেরো লাখ প্রতিবেশি পেল ঠাই
মানবতায় আবিষ্ট বিশ্ব দরবারে
রয়েছে যার হৃদয়ে দরদের ভান্ডার
গোটা বিশ্ব পেল প্রমাণ আর একবার।
আমি ওদের রোহিঙ্গা বলব না, ওরাও মানুষ
যেমন আমরা বাংলার বুকে বসবাসরত
কি এমন পার্থক্য, কেবল ভাষা
আশা, আলো, জীবন মানবতা হতে পারে না যুদা
গোটা বিশ্ব আদমসুত আদমজাত
খোদার নয়নের মনি বাঁচাতে স্বীয় প্রাণ
অসহায় বিপন্ন জনমানুষের তরে।
সর্বজন বরেণ্য সম্মানিত উজিরে আজম তুমি
কলায় কলায় বৃদ্ধি পেলে,
ঘাত-প্রতিঘাতে পাওয়া অভিজ্ঞতা
যেমন পাললিক শীলা।
এককালের পেলব পলি
তাড়না লাঞ্চনা এতটা কঠোর বানালো
যেমন নারকেলের মালা কঠিন আচ্ছাদন
অভ্যন্তরে মূল্যবান সুখাদ্য ততটা সুরক্ষিত।
আজ আমরা গর্বিত বিশ্বের শিক্ষক তুমি
শিক্ষক মানবতার, তবেই তো ঘোষণা সঠিক
‘মাদার অব হিউম্যানিটি’
তুমি দৃঢ়প্রত্যয়ে এগিয়ে চলো
দেশপ্রেমে নিবেদিত প্রাণ বুঝেছে তব শান
জীবন বাজি দিয়েও অক্ষরে অক্ষরে রাখবে মান।
তোমার মধুর বাণী সুস্বাস্থ্যদায়ক
কথায় কথায় খুঁজে পাই
ফালতু জৌলুস পায়নি পরশ চলার পথে তোমাকে
জন্ম জন্মান্তরে দেশ জনতা দেশপ্রেমে একতা
বিশ্বের ভ্রাতা-ভগ্নি ঐক্যে জোড়া যা হলো বিধিবার্তা
রূপায়িত করেন জনক ডেল্টা-যোগী অপরূপ নৌকা
অশান্ত বিশ্ব ঠাই পাবে হেথা
প্রত্যয়দৃপ্ত তেজে পায়ে পায়ে এগিয়ে চলা
সৌভাগ্য ঘটেছে আমার কাতারবন্দি হবার
শুরু হলো সেই ছেলে বেলা
আজও মনে পড়ে জনকের গলে পরালাম মালা
পাকা রাধুনি জানে বৈপরিত্বের সমাহার
ঝাল, মিষ্টি, টক, তেতোর কারবার
সুস্বাদু এক প্লেট খাবার বড়ই স্বাস্থ্যকর
স্বপক্ষ বিপক্ষ যেন সাপ নেউলে সম্বন্ধ
বন-বনানী সেবিতে দুটোই দরকার
গোটা বিশ্ব বড়ই চমৎকার।
আর যাবইবা কোথা ভিনগ্রহে হবে না কারবার
প্রজ্ঞা ধার্মিকতা প্রেম সহমর্মিতা
শাসন তোষণ ভরণ পোষণ
দুষ্টের দমন শিষ্টের পালন
চাই ঐশি প্রেরণা, শত্রæকে বশে আনা।
আমরা আজ ধন্য বাঘে ছাগে একঘাটে জল চাটে
মানুষের জন্যই ‘প্রেম-তারক’ দিলেন প্রাণ
মহান খোদা স্বীয় সুরতে গড়লেন মানুষ
তারই প্রতিনিধি দর্শনে খোদা দর্শন
অভিষেক আসে উপর থেকে বোনাস মান-সম্মান
সবই মাবুদের পক্ষ থেকে উপঢৌকন
যোগ্য নেতার চালনায় জনতার ঘটে উন্নয়ন
প্রার্থনা করি সদা তব কৃতি গাথা
বিশ্বের মাঝে শোভা পাক জনম জনম যথা।