আদি কথায় গান রচনা
কেউ আবার প্রহসন ভেবোনা
সাতশত কোটি জনতা
বলে নিয়ত শতকথা
আর আদি মানব লুপ্ত আছেন যিনি
রেখে গেছেন অবাধ্য জিন
আমাদের ধমনিতে সমানে বইছি যাতে পাতে
জন্ম থেকে হলাম মোরা আদম জাতি
দুষিত রক্তধারা বয়ে চলি নিরবধি
মারো কাটো কুলটা আত্মায় সদা মাতামাতি
ভুলেছি প্রেমের পারাবার ভুমিষ্ট হয়েছি যে তার
খুঁজে ফিরি নিত্যদিন কেউ কি বাজায় আদি বীন
মানুষ সকলে মোরা আজ আজি ছন্নছাড়া
যেমন মোদের আদিপিতা হলেন লোভাতুরা
হারিয়ে পেলেন রূহানী ক্ষমতা
সহমানবের প্রতি সম মমতা
আরো ছিল রূহানি অধিকার
গোটা বিশ^ করবে বিচার
মানুষকেই দেয়া হয়েছে ঐশি অধিকার
কোথায় গেল সে মর্যাদা কেন হারালে মানবাধিকার
ছন্নছাড়া জীবন নিয়ে ধুকে ধুকে মরছি মোরা
অন্ন নেই বস্ত্র নেই, নেই সুস্বাস্থ হলাম কুলাঙ্গার
এ যেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক মোরা
বাবুদের ছেলেরা যখন বসেন পাঠে,
ছুটে চলি মোরা মাঠে ঘাটে,
নতুবা দিন মোদের উপোষে কাটে
আপনারাই বলুন নয় কি মোরা স্বাধীন বটে?
সিদ্ধ করার তরে চাই মোদের ঐশি পুরুষ
সার্বিক ক্ষমতা যার হাতে আকাশ বাতাস অন্তরীক্ষে
সৃষ্টির ক্ষমতা মৃতে জীবন দানে
প্রাণ দিয়েছেন ফিরিয়ে বাসী পঁচা কঙ্কাল জনে
নিজেকে বিলিয়ে দিলেন আশাহতদের তরে
আদি ভ্রান্তি প্রতারণা প্রলোভন ঘটালো যা মরণ
বাজিমাৎ করে দিলেন প্রেমের তাগিদে
আজ মোরা স্বাধীন পিতা রয়েছেন সমাসীন অন্তরে
নাকানি–চুবানি খেয়েছি হলাম সর্বহারা আপন আপন বুদ্ধি বলে
অধিকার পেলাম আদি অধিকার দিয়েছিলেন মোদের সৃষ্টি ফলে