মৌসুমের প্রথম কালবৈশাখীতে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে বুধবার দুপুরের পরে। ফলে একুশের অনুষ্ঠানমালায়ও ছন্দপতন ঘটে। দুপুর ২টার পর থেকেই আকাশ কালো করা মেঘে বরিশালের জনজীবনে কিছুটা আতংক দেখা দেয়। সোয়া ৩টার দিকে আকষ্মিক প্রবল বর্ষনের সাথে টানা প্রায় ২৫ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়ায় অনেক কিছুই লন্ডভন্ড হয়ে যায়। এসময় বরিশাল মহানগরী বিদ্যুৎ সরবারহও বন্ধ হয়ে যায়। তবে ১৫ মিনিটের প্রায় ৫ মিলিমিটার বৃষ্টি ঝড়িয়ে কালবৈশাখী স্তিমিত হবার পরে বিদ্যুৎ ফিরলেও বিকেল ৫টার পরে আবার অনেক এলাকায় সরবারহ বন্ধ হয়ে গেছে।
এদিকে বুধবার দুপুরের পরের ঐ কাল বৈশাখী ঝড়ে বরিশাল–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও তেতুলিয়া অতিক্রমকারী ফেরীগুলো যানবাহন এবং যাত্রী নিয়ে স্পীডবোটগুলো যথেষ্ঠ ঝুকির মুখে পড়লেও নিরাপদে কিনারায় ফিরে আসে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা