রাজবাড়ীর পাংশায় বাবার লাঠির আঘাতে পাখিলা খাতুন পাখি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিনগত রাতে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাখি ওই গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা কালাম মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বুধবার রাতে মেয়ে পাখিলা পাখিকে লাঠি দিয়ে আঘাত করেন তার বাবা। এ সময় পাখি জখম হলে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের অন্য সদস্যরা। চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মেয়েকে শাসন করতে গিয়ে একটু বেশিই আঘাত করে ফেলেন কালাম মিয়া। নিহত পাখির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা কালাম মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের অন্য কোনো সদস্য মামলা দায়ের করলে বাবা কালাম মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা