দেড় বছর পর সপ্তাহে ৬ দিন বিমান বাংলাদেশ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মহান স্বাধীনতা দিবসের দিনেই এই ফ্লাইট চালু করা হবে বলে দাবি বরিশাল সিটি করপোরেশনের। আগামী ২৬ মার্চ থেকে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন সময়সূচি দিয়ে এই যাত্রা শুরু করছে।
এর আগে ২০২১ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সপ্তাহে ৬ দিন বিমান বাংলাদেশ চালু করা হয়। পরে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যাত্রী কমার অজুহাতে আগস্ট মাসে ফ্লাইট কমিয়ে ৩ দিন করা হয়।
সম্প্রতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বরিশালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক বৈঠকে ঢাকা–বরিশাল আকাশপথে বিমান ফ্লাইট বৃদ্ধির আশ্বাস দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, ঢাকা–বরিশাল আকাশপথে চলমান ফ্লাইটের চেয়ে বেশি ফ্লাইট দেওয়ার বিষয়ে আমরা কাজ করছি। বিদ্যমান কিছু সংকট রয়েছে, সেগুলো কাটিয়ে যাত্রী চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা