সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া অ্যাসিস্টে দারুণ জয় তুলে নিয়েছে আল–নাসের। ম্যাচে আল–তাউনকে ২–১ গোলে হারিয়েছে তারা।
যদিও ম্যাচের পঞ্চম মিনিটেই আল–নাসরকে এগিয়ে দিতে পারতেন রোনালদো। তবে বক্সের বাইরে থেকে তার বা পায়ের শট অল্পের জন্য পোস্ট মিস করে।
১৭তম মিনিটে লিড নেয় আল–নাসের। আবদুল রহমান ঘারিবকে লম্বা পাস দেন রোনালদো। সেই পাস থেকে দলকে এগিয়ে দেন ঘারিব। পরে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল–নাসের।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আল–তাউনকে সমতায় ফেরান স্প্যানিশ ফুটবলার আলভারো মেদরান। মিনিট দুই পরেই রোনালদোর সামনে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছিল। এবারও কাজে লাগাতে পারেননি এই পর্তুগিজ তারকা।
৭৮তম মিনিটে ফের আল–নাসের রোনালদোর অ্যাসিস্টে এগিয়ে যায়। তার সহায়তায় গোল পান আবদুল্লাহ মদু। লিগে ১৭ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল–নাসের।