সামান্য বৃষ্টির পর রংপুর ও রাজশাহী বিভাগ বাদে গতকাল রাজধানীসহ দেশের সর্বত্রই সূর্যালোক উত্তাপ ছড়িয়েছে। তাপমাত্রা কিছুটা বেড়েছে। ভারী কুয়াশাচ্ছন্নতা অনেকটাই ফিকে হয়েছে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা একলাফে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। যদিও দিনভর ছিল না সূর্যের মুখ। তাতে শীতের তীব্র কনকনে প্রকোপ কমেছে। তবে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় সূর্য ওঠেনি। সেখানে কনকনে শৈত্যপ্রবাহে কাবু মানুষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৭ জেলায় ছিল শৈত্যপ্রবাহ। এছাড়াও সৈয়দপুর আর তেঁতুলিয়াতেও তাপমাত্রা ছিল ৮–এর ঘরে। আর বদলগাছী, রংপুর, ডিমলা, রাজারহাটে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রির ঘরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। শীতের তীব্রতা বাড়বে। আজ থেকে নতুন করে ভারী কুয়াশার বিস্তার ঘটবে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ শুক্রবার থেকে তা আবার খানিকটা কমবে। এমনটা দুই দিন থাকার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। আজ সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে। তিনি বলেন, নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। তিনি বলেন, ৩১ জানুয়ারি দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
২ ফেব্রুয়ারিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শীত বাড়তে পারে। আজ ও কাল আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ গতকাল রাতে জানান, আজ শুক্রবার থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গতকাল সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারী ঘনত্ব্বের কুয়াশা পড়তে পারে। খুলনা বিভাগ, রাজশাহী, রংপুর বিভাগের জেলাগুলোর ওপর আজ সকাল ১০টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা কম। গতকাল রাত ১০টার পর থেকে সিলেট, ময়মনিসংহ বিভাগের সকল জেলার ওপর মাঝারি থেকে ভারী কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাতে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া অন্য সব জেলার ওপর কুয়াশা না থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সকাল ১০টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া অন্য সব জেলার ওপর। রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর কুয়াশা না থাকার সম্ভাবনা রয়েছে। রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোর ওপর কুয়াশা না থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাতে দক্ষিণের জেলাগুলো মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে।
সাগরে মাছ ধরা বন্ধ, শীতে মারা গেছেন দুবলারচরের এক জেলেএদিকে পিরোজপুর অফিস ও শরণখোলা সংবাদদাতা জানান, তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে গত তিন দিন যাবত্ বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ রেখেছে দুবলারচরের জেলেরা। অন্যদিকে দুবলারচরে শীতে মারা গেছে বিষ্ণুপদ বিশ্বাস নামে এক জেলে। দুবলার আলোরকোল থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে রামপাল জেলা সমিতির সভাপতি মোতাসিম ফরাজি মোবাইল ফোনে জানান, তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরা বন্ধ রেখেছেন। তিন দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সূর্যের দেখা মিলছে না। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে জেলেরা সাগরে যাচ্ছেন না। কয়েক হাজার জেলে তাদের টলার ও নৌকা নিয়ে বর্তমানে আলোরকোলের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে বুধবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রচণ্ড ঠান্ডায় স্ট্রোক করে বিষ্ণুপদ বিশ্বাস (৩৮) নামে এক জেলে মারা গেছেন। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস জয়খালি গ্রামে। তিনি আলোরকোলের বহদ্দার অরবিন্দ বিশ্বাসের জেলে ছিলেন বলে রামপাল জেলা সমিতির সভাপতি জানান।