বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি কর্তৃক চোরাচালান বিরুধী অভিযান চালিয়ে গহীন পাহাড় থেকে মালিকবিহীন ২৭টি বার্মিজ গরু জব্দ করেছে।
বুধবার(১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গহীন পাহাড় নামক স্থান হতে বার্মিজ গরুগুলো জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি,র অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল এসি সাংবাদিকদের জানান,সীমান্ত সুরক্ষা চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জানাযায় সীমান্ত ঘেষা বসবাসকারী কিছু মানুষের সহযোগিতায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাই ভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গহীন অরণ্য দিয়ে গরু চোরাচালানে এখনো তৎপর রয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা