এ আকাশ, এ বাতাস
এই শ্যামল বনানী, প্রভু, তোমারই দেওয়া
নিদ্রা শেষে জীবন দিয়েছ
তোমার তরে তাই এ–গান গাওয়া।
প্রাতে জেগে দেখি আমার আগে
পূব আকাশে রবি উঠেছে জেগে
নবীন কিরণ তার বলছে ডেকে
মানব লাগি তব কত যে মায়া।
নিশীথ শেষে যত বিহঙ্গ সব
তোমার নামে তারা করে কলরব
আমি অধম শুধু স্মরিণি তোমায়
তাই তো প্রভু, মোর এ–থ চাওয়া
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা