নীলফামারীর সৈয়দপুর–চিলাহাটি রেলপথের চারটি স্থানে শুক্রবার ভোরে ফাটল দেখা দিয়েছে। এদিকে মামলার ভয়ে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্থান থেকে খবর আসতে থাকে রেলপথ কেটেছে দুষ্কৃতকারীরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।
জানা যায়, সৈয়দপুর গোলাহাট কবরস্থানের পাশে এক স্থানে, ঢেলাপির বাজারের এক জায়গায়, ঢেলাপীর সৈয়দপুর পথে এক পয়েন্টে, নীলফামারী তরণীবাড়ি বড় পুল রেল ঘুন্টির কাছে এক জায়গসহ মোট ৪ স্থানে ফাটল দেখা দিয়েছে।
তরণীবাড়ী বড়পুল রেলঘুণ্টির কাছে ফাটল স্থানের বাসিন্দা ছাইরুদ্দি মিয়া বলেন, ভোরে ঘুম থেকে লোকমুখে শুনতে পেলাম রেলপথ কাটা। তখন থেকে আমরা আতঙ্কে আছি। ভাবছি নাশকতা মনে হয় কেউ করেছে। আমরা স্থানীয় লোক, আমরা আবার মিথ্যা মামলায় ফেঁসে যাই নাকি। আমরা আতঙ্কে রয়েছি। এখন পর্যন্ত আমাদের ভয় কাটেনি।
নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার রতন মিয়া বলেন, এটি নাশকতা নয়। ট্রেন একটি ভারী যানবাহন। তাই মাঝেমধ্যে এমন হয়। তবে চার জায়গায় ফাটলের কারণে জেলাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা