নিয়ন্ত্রণ হারিয়ে খালি একটি ট্রাক সেতুর রেলিং ভেঙে শুকনো খালে পড়ে গেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট–কোম্পানীগঞ্জ মহাসড়কের বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
এতে কোনো নিহতের ঘটনা না ঘটলেও ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক বকুল মিয়া (৩৮)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ভোলাগঞ্জগামী একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা