নেত্রকোনার মদনে কৃষক সেজে দুই বছরের সাজাপ্রাপ্ত সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার তলার হাওয়া থেকে গ্রেফতার করা হয়।
সানোয়ার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
জানা গেছে, ২০২২ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মদন উপজেলার ধুবাওয়ালা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাজহারুলের সঙ্গে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে সানোয়ারের বাগবিতণ্ডা হয়। এরই জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় ইয়াকুব আলী বাদী হয়ে মদন থানা একটি মামলা দায়ের করেন। ওই মামলা গত নভেম্বর মাসে মাজহারুলকে দুই বছরের কারাদণ্ড দেন ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। শুক্রবার আছরের পর মদন থানার এসআই মো. আজিজুর রহমান কৃষক সেজে উপজেলার তলার হাওড় থেকে তাকে গ্রেফতার করেন।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ধুবাওয়ালা গ্রামের সানোয়ার হোসেন নামে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা