গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, ‘আজ থেকে বিজিবি সদস্যদের দায়িত্বে রাখা হয়েছে। এটি কোনো নিরাপত্তা শঙ্কা বা সমস্যার কারণে নয়। তারা পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। নির্বাচনের দিন সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা আমাদের মূল লক্ষ্য।‘ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যরা সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলা সহ অন্যান্য সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস ও জনসমাগমপূর্ণ এলাকায়ও টহল জোরদার করা হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের ব্যবস্থা থাকবে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন বলেন, ‘নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১৪ প্লাটুন বিজিবি সদস্যদের দায়িত্বে রাখা হয়েছে।‘ এ ছাড়া তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে। বিজিবি মোতায়েনের মাধ্যমে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের বাধা প্রতিরোধ করা হবে।



