ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের তৃতীয় দিন গতকাল ছিল বেশ ব্যস্ত ও রঙিন। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোটারদের কাছে পৌঁছাতে নানামুখী কর্মসূচি পালন করেন। প্রচারণায় ছিল ভিন্নতা ও কৌশলের ছাপ। অনেকে উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তুলে ধরেন নিজেদের নির্বাচনি অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা। কোথাও কোথাও পথসভা ও কর্মিসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতা–কর্মীদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান ও করতালিতে। নদীবেষ্টিত অঞ্চলে দেখা গেছে ভিন্ন চিত্র। এক প্রার্থী নৌকায় উঠে মাঝিদের সঙ্গে নৌকা চালিয়ে ভোট প্রার্থনা করেন এবং নদীকেন্দ্রিক সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। আবার অনেক প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট চেয়েছেন। এতে ভোটারদের সঙ্গে প্রার্থীদের দূরত্ব কিছুটা কমেছে বলে মনে করছেন স্থানীয়রা। সারা দিনের প্রচারণায় কোথাও উৎসবমুখর পরিবেশ, কোথাও ছিল গম্ভীর আলোচনা। ঢাকা–১৭ আসনে বিএনপি প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গতকাল প্রচার–প্রচারণা চালান নেতা–কর্মীরা। ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল মালিক–শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।
এতে চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বক্তৃতা করেন। চট্টগ্রাম–১১ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামে গণসংযোগকালে বলেছেন, বিএনপি কখনো কারও সঙ্গে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। সকালে ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর আগ্রাবাদ রেডিও অফিস, ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া ও কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় তিনি বলেন, আমার কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি নেই। ভোটারদের জন্য যা প্রয়োজন হবে, তাই করব। ঢাকা–৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী সকালে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এবং দুপুরে মহিলা দল ও স্থানীয় মা–বোনদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ ছাড়া বিকাল থেকে রাত পর্যন্ত ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ চালান। মুন্সিগঞ্জের ইছামতী নদীর মাঝিদের সঙ্গে নৌকা চালিয়ে তাদের সঙ্গে নিজের জীবনের নানা স্মৃতি স্মরণ করে ব্যতিক্রমি নির্বাচনি প্রচারণা চালালেন মুন্সিগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনি গণসংযোগ করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল দুপুরে রাজধানীর শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় প্রচারণা করেন। রাজধানীর মিরপুরের পল্লবীর আলুপট্টি, মিরপুর–১১ কাঁচাবাজার, বেনারসিপল্লি এলাকায় নির্বাচনি প্রচার চালিয়েছেন ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় প্রচার চালান।
ঢাকা–১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান নির্বাচনি এলাকায় দলীয় নেতা–কর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। ঢাকা–৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি রাজধানীর পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল নির্মাণের পরিকল্পনার কথা জানান। ঢাকা–২ আসনের বিএনপির প্রার্থী আমান উল্লাহ দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার খোয়ালখালী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল গুপ্তহত্যা ও সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে রাজধানীর শাহজাদপুর বাঁশতলা, নূরেরচালা বাজার, নবধারা সড়ক এবং একতা সড়ক এলাকায় নির্বাচনি প্রচারণা চালান। ঢাকা–১৬ আসনে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
সকালে রাজধানীর মিরপুরের রূপনগর অফিসার্স এলাকা ও ট ব্লক এলাকায় গণসংযোগ করেন। ঢাকা–১৮ আসনকে কিশোর গ্যাং ও মাদকমুক্ত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন এই আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। ঢাকা–১৫ আসনে সিপিবি প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক (রুবেল) নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ঢাকা–১৪ আসনের বিভিন্ন ওয়ার্ডে কাস্তে মার্কার নির্বাচনে প্রচারাভিযান চালিয়েছেন মো. রিয়াজুদ্দিন। ঢাকা–১২ আসনে কাস্তে মার্কার প্রার্থী কল্লোল বণিক দিনভর প্রচারাভিযান চালিয়েছেন। ঢাকা–১৪ আসনের বিএনপির প্রার্থী ও মানবিক সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি নির্বাচনি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মিরপুর ও রূপনগর এলাকার বিভিন্ন স্কুল–কলেজ, দোকানপাট ও বাসাবাড়িতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সিলেট–৩ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে নেতা–কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শেষে বালাগঞ্জের আজিজপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন– এমন সব মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোটসমর্থিত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ চালিয়েছেন ঢাকা–৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন।
ঢাকা–৪ নির্বাচনি এলাকার ৬১ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনি গণসংযোগ করেন। কুড়িগ্রাম–১ আসনে নাগেশ্বরী–ভুরুঙ্গামারী বিএনপির প্রার্থী সাইফুর রহমান রানা নাগেশ্বরীতে নির্বাচনি জনসভা করেছেন। কুড়িগ্রাম–২ রাজারহাট–কুড়িগ্রাম–ফুলবাড়ী আসনে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী আতিকুর রহমান রাজারহাট ও সদরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। কুড়িগ্রাম–৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহী তার নির্বাচনি আসনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী–০১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভুঁইয়া তামিমের কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
খুলনা–৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা–১ আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে উঠান বৈঠকে অংশ নেন। এরপর নির্বাচনি এলাকায় প্রচারণা চালান। সিলেট–১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির গতকাল দিনভর প্রচারণা চালিয়েছেন। একই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সিলেট সদর উপজেলার ফতেহপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন।


