ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার একদিনের সাধারণ ছুটি ঘোষণা দিয়েছিল। এরপর আরও একদিনের ছুটি বাড়িয়েছে সরকার। একই সাথে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের তিনদিন ছুটি অনুমোদন হয়েছে। এতে করে টানা চারদিন ছুটি পাবেন শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন। এদিকে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় টানা চারদিন ছুটি পাচ্ছেন সরকারী কর্মজীবীরা। অন্যদিকে ১০, ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি টানা চারদিন ছুটি পাবেন শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীরা। ফেব্রুয়ারি মাসজুড়ে রয়েছে ছুটির বহর।



