আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সাংবিধানিক নিয়ম অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনও থাকবে সাধারণ ছুটি। প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে।
শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি ২ দিন ছুটি পাবেন বলেও সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও বলেন, আজকের সভায় ১৩টি অ্যাজেন্ডা ছিল। বাংলাদেশ বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আইন রোহিত আইন খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মানিলন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। জুয়া প্রসঙ্গে তিনি বলেন, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ–২০২৬–এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। তথ্য অধিকার অধ্যাদেশ–২০২৬–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা–২০২৬–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ–২০২৬–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড–২০২৬–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট–২০২৬–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।



