বরিশালে ইলিশের সংকট কাটছে না, যে কারণে দামও কমছে না। জেলেদের দাবি, শীত মৌসুমে নদীতে ইলিশ মাছ কম থাকে। শীত কমে গেলে সংকট কেটে যাবে। বিক্রেতাদের দাবি, বাজারে মাছ কম ওঠায় দাম কমছে না। গতকাল মহানগরের পোর্ট রোড মোকামে গিয়ে দেখা গেছে, আড়তে বড় সাইজের ইলিশ নেই। কেজি সাইজের ইলিশও খুব কম। জাটকা, ২৫০ থেকে ৪০০ গ্রাম ওজন সাইজের কিছু ইলিশ রয়েছে। তবে দাম বেশি হওয়ায় ক্রেতার আগ্রহ কম। মেসার্স আকতার ফিশ বাণিজ্যালয়ের মো. ইউসুফ বলেন, ‘বাজারে ইলিশ উঠেছে। কেজি সাইজের মাছ ৩ হাজার ৫০০, এলসি (৯০০–৮০০ গ্রাম) সাইজ ২ হাজার ৭৫০, আধা কেজি সাইজ ২ হাজার ১৫০; ৩৫০ গ্রাম সাইজ ১ হাজার ২৫০ ও ২৫০ গ্রাম সাইজ ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।’ স্ত্রীকে নিয়ে বাজারে মাছ কিনতে আসা বরিশাল সিটি করপোরেশনের কর্মচারী মো. আলম বলেন, ‘এক বছর ধরে ইলিশ মাছ কেনা হয় না। তাই ইলিশ খেতে ইচ্ছে করায় বাজারে এসেছি।
কিন্তু যে দাম, আমাদের মতো সীমিত বেতনের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। তবু আড়াই শ গ্রাম ওজন সাইজের দুটি মাছ কিনেছি।’ মহানগরের বেলতলা বাজারের খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, ‘দিনভর কীর্তনখোলাসহ বিভিন্ন নদীতে জেলেরা মাছ শিকার করে সদর উপজেলার বুখাইনগর বাজারে বিক্রি করেন। কয়েক দিন ধরে বাজারে খুব সামান্য পরিমাণ ইলিশ উঠছে। কেজি সাইজের মাছ নেই। জাটকা ও সর্বোচ্চ ৮০০ গ্রাম সাইজের কিছু মাছ উঠছে। দাম অনেক বেশি। তাই ক্রেতারা ইলিশ কিনতে চায় না।’ মৎস্য কর্মকর্তারা জানান, শীত মৌসুমে নদীতে ইলিশ কম আসে। এ ছাড়া নিষিদ্ধ জাল দিয়ে জাটকা শিকার, নদীতে ডুবোচর, দূষণের কারণেও ইলিশ মাছ নদীতে কম আসছে। সবাই সচেতন না হলে ইলিশের উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাবে।



