দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি উচ্ছ্বাস–উদ্দিপনা। সাধারণ মানুষের ছড়িয়ে পড়েছে সেই রেশ।রাজধানীর বিমানবন্দরসহ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য পূর্বাচলের তিনশ’ ফিট এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই জনসমূদ্রে পরিণত হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন খবর যেমন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশে স্থান করে নিয়েছে, তেমনি রয়টার্স, এএফপি, এপি, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে রয়টার্স প্রকাশিত খবরের শিরোনাম ছিল– ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রীর দাবিদার বাংলাদেশের নেতা। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল আশা করছে এতে সমর্থকরা উদ্দীপ্ত হবেন। আরও বলা হয়, ফেব্রুয়ারি ১২ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাকে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সড়ক জুড়ে লাখো সমর্থকদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তাব্যবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
শেখ হাসিনাকে তাড়িয়ে বিদায় করার পর বিএনপির রাজনীতি নতুন গতি ফিরে পেয়েছে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবার শিরোনাম ছিল– খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন: নির্বাসনের সময়টি যেমন ছিল। এতে বলা হয়েছে– তারেক রহমান দেশে ফিরেছেন এবং এ উপলক্ষে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে। এনডিটিভির প্রতিবেদনে২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তারেক রহমানের বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ১৭ বছর পর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরেছেন। তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয়, তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিও তাদের প্রতিবেদনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার বলে উল্লেখ করেছে। বিবিসি বাংলা তারেক রহমানের লাইভ নিউজ প্রচার করছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার তারেক রহামন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরেছেন। এছাড়াও বিশ্বের আরব নিউজ, ডন, জিও নিউজের মতো আরও অনেক গণমাধ্যমে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমগুলোর বিবরণে, তারেক রহমানের এই ফেরাকে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হিসেবে চিত্রায়িত করা হয়েছে।



