গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মা–বাবাকে নির্যাতনের অভিযোগে এক মাদকাসক্ত যুবককে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রেখে শাস্তি দিল এলাকাবাসী। গতকাল শনিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাদকাসক্ত যুবকের নাম মো. খলিলুর রহমান (২৫)। সে ওই গ্রামের মো. নূরউদ্দিনের ছেলে। স্থানীয় প্রতিবেশীরা জানান, খলিলুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে মা বাবা ছাড়াও এলাকাবাসী নানা ভাবে যন্ত্রণা দেয়। স্থানীয় বাসিন্দা মো. রিপন ফকির বলেন, মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তার বৃদ্ধ মা–বাবাকে মারধর করেন। শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য সে তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। মা তার চাহিদা মতো টাকা দিতে না গড়ায়, ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেন।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে মাটি খুঁড়ে কোমর সমান চাপা দেন। পরে আবার উঠিয়ে দেয়া হয়। খলিলুরের মা খোদেজা বেগম বলেন, ‘মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। শনিবার সকাল সাড়ে ৮টায় টাকা চাইলে আমার কাছে টাকা নেই বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। তিনি আরো বলেন, ‘তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



