জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র। এটি শুধু পরিচয় বহন করে না, বরং সরকারি–বেসরকারি প্রায় সব ধরনের সেবা গ্রহণেও অপরিহার্য হয়ে উঠেছে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, মোবাইল সিম ক্রয় কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র অপরিহার্য। ফলে যাদের এনআইডি নেই, তারা অনেক গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হন।
তবে সুখবর হলো—এখন মাত্র কয়েক মিনিটেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা সম্ভব। বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন সেবা পোর্টাল (services.nidw.gov.bd) থেকে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই পাওয়া যাবে ডিজিটাল এনআইডি কার্ড।
ধাপে ধাপে এনআইডি ডাউনলোড করার পদ্ধতি
ধাপ
১: ওয়েবসাইটে প্রবেশ ও রেজিস্ট্রেশন শুরু
প্রথমে নির্বাচন
কমিশনের অফিসিয়াল
ওয়েবসাইটে (services.nidw.gov.bd) প্রবেশ করে
‘রেজিস্টার করুন’
অপশনে ক্লিক
করুন।
ধাপ
২: ব্যক্তিগত তথ্য প্রদান
রেজিস্ট্রেশন ফর্মে
আপনার জাতীয়
পরিচয়পত্র নম্বর
(অথবা ভোটার
স্লিপ নম্বর),
জন্মতারিখ এবং
প্রদত্ত ক্যাপচা
কোডটি লিখে
‘সাবমিট’ বাটনে ক্লিক
করুন।
ধাপ
৩: ঠিকানা নির্বাচন
সঠিক তথ্য
দিলে পরবর্তী
ধাপে বিভাগ,
জেলা ও
উপজেলা অনুযায়ী
ঠিকানা নির্বাচন
করতে হবে।
ধাপ
৪: মোবাইল নম্বর ভেরিফিকেশন
এরপর আপনার
মোবাইল নম্বর
নিশ্চিত করুন।
প্রয়োজনে নতুন
নম্বর দিন।
এই নম্বরেই
একটি ওটিপি
পাঠানো হবে।
ধাপ
৫: ওটিপি ও ফেইস ভেরিফিকেশন
প্রাপ্ত ৬–সংখ্যার কোডটি
সাইটে প্রবেশ
করান। এরপর
‘NID Wallet’ অ্যাপের মাধ্যমে
ফেইস ভেরিফিকেশন
সম্পন্ন করুন।
ধাপ
৬: NID Wallet অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান
ওয়েবসাইটে প্রদর্শিত
কিউআর কোডটি
‘NID Wallet’ অ্যাপে স্ক্যান
করুন।
ধাপ
৭: মুখ যাচাই সম্পন্ন
অ্যাপের নির্দেশনা
অনুসরণ করে
ক্যামেরার দিকে
তাকান এবং
ধীরে মাথা
ডানে–বামে
নেড়ে ফেইস
ভেরিফিকেশন শেষ
করুন।
ধাপ
৮: পাসওয়ার্ড সেট করুন
পরবর্তীতে সহজে
লগইনের জন্য
একটি শক্তিশালী
পাসওয়ার্ড তৈরি
করুন।
এনআইডি কার্ড ডাউনলোড করুন
সব ধাপ সম্পন্ন হলে আপনি আপনার এনআইডি ওয়েব অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। সেখান থেকে ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিন। নির্বাচন কমিশনের এই ডিজিটাল উদ্যোগের ফলে এখন আর নতুন বা হারানো এনআইডি কার্ডের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। কয়েক মিনিটেই নাগরিকরা ঘরে বসে সহজে পেয়ে যাচ্ছেন তাদের জাতীয় পরিচয়পত্র।



