চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ে তারা সপ্তমবারের মতো শিরোপা জয়ের সুযোগ পেল। ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো। প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ছিল। কারওই আক্রমণ তেমন ধার পায়নি। প্রথম ৪৫ মিনিটে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে কোচ দিয়েগো প্লাসেন্তে আক্রমণ বাড়াতে রক্ষণভাগ থেকে এক ডিফেন্ডার তুলে নেন। পরিবর্তনই ফল দেয় তার দলে। ৭১ মিনিটে লিওনেল মেসির সতীর্থ, ইন্টার মায়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। বাম দিক থেকে আক্রমণে উঠে তিনি দারুণ ফিনিশে বল জালে পাঠান। ম্যাচের এটাই একমাত্র গোল। ৭৮ মিনিটে কলম্বিয়ার জন রেনতেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ১০ জনে নেমে আসে।
এরপরও তারা লড়াই চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি। ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বারবি একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন। বিশেষ করে প্রথমার্ধে কলম্বিয়ার জোয়েল ক্যানচিম্বো ও হুয়ান আরিজালার দুটি শট ফিরিয়ে দেন তিনি। শেষ দিকে আর্জেন্টিনার আলেখো সারকো ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি গোলের ভালো সুযোগ পেয়েছিলেন, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়। তবুও সিলভেত্তির একমাত্র গোলই যথেষ্ট ছিল আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত করতে। ৭৮ মিনিটের লাল কার্ডের পর ১০ জন নিয়ে খেলা কলম্বিয়া শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচ শেষ হয় ১–০ গোলে, আর আর্জেন্টিনা ফাইনালে পা রাখে দৃঢ়ভাবে। আগামী ১৯ নভেম্বর রবিবার মরক্কোর বিপক্ষে ফাইনালে খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচে জিতলে তারা বিশ্ব যুব ফুটবলে সপ্তম শিরোপা জয়ের রেকর্ড আরও একধাপ বাড়াবে।