১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া সবজিবাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই তরুণীকে আটক করা হয়। আটকরা হলেন– সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ ও ২০০ টাকার বিভিন্ন মূল্যের মোট ৪ লাখ ৫০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের ওসি একেএম শামীম হাসান জানান রোজা ও তার মা দীর্ঘদিন দরে নোয়াপাড়া বাজারে জাল নোট দিয়ে ব্যাবসায়িদের সঙ্গে প্রতারণা করে আসছে । মঙ্গলবার রাতে তারা এক সবজি দোকান থেকে ৩ কেজি আমড়া ক্রয় করে ১হাজার টাকার জালনোট দেয়। আরও কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য নিয়ে জালনোট দেয়ায় ঘটনা ফাঁস হয়ে যায়। তিনি জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে গেছে। জালনোট চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।