৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় গাইবান্ধা পৌরপার্ক থেকে এসকেএস ফাউন্ডেশন ও বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। অংশগ্রহণকারীরা শোভাযাত্রার সময় সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পৌরপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গাইবান্ধায় শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, রাইজিং ফর রাইটস প্রজেক্টের অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম, কমিউনিকেশন অফিসার প্রদীপ রায়, বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, নির্বাহী সদস্য জেরিন আক্তার প্রমুখ।
এছাড়াও এসকেএস ও বিওয়াইও ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের কারণে পরিবেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ছে, নদী–খাল ভরাট হয়ে যাচ্ছে, এমনকি প্রাণীকূল মারা যাচ্ছে। আরও ভয়াবহ হচ্ছে—এই প্লাস্টিকের ক্ষুদ্র কণা মাটি, পানি ও খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে, যা দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্যও বড় হুমকি। তাঁরা আরও বলেন, প্লাস্টিকের বিকল্প হাতের কাছেই আছে। কাপড় ও পাটের তৈরি ব্যাগ, মাটির পাত্র, ধাতব ও কাচের জিনিসপত্র ব্যবহার করলে প্লাস্টিক–পলিথিন দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব।