কঙ্কালের হাড় আজও করে বিহার
শল্য চিকিৎসকের হাতে হাতে
আদুরে দুলারী কোনো এককালে
শোভা বাড়াত গোপন অভিষারে
যতক্ষণ চালু ছিল প্রাণবায়ু
নাসিকার পথ ধরে
অভাব ঘটেনি দর্শনার্থীর
আসন পাততো করিড়োরে
যবে নাসারন্দ্র হলো বন্ধ নোটিশ বিনে
আদর সোহাগ বিদায় নিল
কক্ষটি গেল দুর্গন্ধে ভরে
নিরুপায় সকল সহায় মতৈক্যে এলো
দুলারীর যোগ্য স্থান নির্জন কবরে
তারপর একদা উইল নিয়ে হাজির হলো
শস্য চিকিৎসক দলবল নিয়ে
রাজ কুমারী কঙ্কাল দান করেছেন মেডিকেলে
নিরুপায় স্বজন প্রিয়জন সকল বান্ধব
খাঁচাটি আজ ঘুরে বেড়ায়
চিকিৎসকদের হাতে হাতে
স্বজনদের সান্ত্বনা অগণীত চিকিৎসক
দুলারীর কঙ্কাল শিখিয়ে চলছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা