চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসকে ভুল সংকেতের কারণে স্টেশনে কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দেওয়া হয়। ৩ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঘটে গেল এমন ঘটনা। রেলওয়ে সূত্র জানায়, সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর চট্টলা এক্সপ্রেস সকাল ৯টা ২৫ মিনিটে কসবা স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল।
সকাল ৯টা ৩৫ মিনিটে কসবা অতিক্রম করার কথা ছিল বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসের। কিন্তু চট্টলা এক্সপ্রেস বিলম্বে চলায় আগে পৌঁছে যায় সুবর্ণ এক্সপ্রেস।
এ অবস্থায় কসবা স্টেশন মাস্টার চট্টলা এক্সপ্রেস ভেবে সুবর্ণ এক্সপ্রেসকে লাল সংকেত দেখান এবং ১ নম্বর লাইনে প্রবেশ করান। ট্রেনটি স্টেশনে ঢোকার পরই তিনি বুঝতে পারেন এটি বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, যাত্রীরা যেন ট্রেনে না ওঠেন। তবে কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে ট্রেনে উঠলেও পরে নেমে যান।
কসবা স্টেশন মাস্টার বিল্লাল বলেন, মন্দবাগ স্টেশন থেকে আমাদের জানানো হয়েছিল চট্টলা এক্সপ্রেস আগে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই সংকেত দেওয়া হয়েছিল। পরে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেস আগে চলে এসেছে। ফলে ট্রেনটি কয়েক সেকেন্ডের জন্য থেমেছিল। সঙ্গে সঙ্গে লাইন ক্লিয়ার করে দেওয়া হয়।