ব্যর্থ আমি
অনপনেয় মশি দিয়ে
আঁকতে পারিনি হৃদয় ফলকে
প্রিয়ার নাম খানি
ব্যর্থতার দায় মেনে নিয়েছি
ভীরের মাঝে আসল নকল
চিনে নিতে পরিনি বলে
অধিক ব্যর্থতার দায় স্বীকার করি
বোকা কুমিরের মত আসল পা
ছেড়ে দিয়ে নকল পা, লাঠিটা
সজোরে কামড়ে ধরার কারণে
পুরো জীবনটাই ব্যর্থতার জীবন
নহে তা নেহাত দায় এড়িয়ে যাবার কারণ
চেতনা প্রেশনা গতি চালিকা শক্তি
সমান থাকে উভয় পথে
গোল্লায় যাওয়া অথবা লিল্লায় পৌছা
এমন গতি থামতে পারে না
কখনোই থামে না
গন্তব্য লক্ষ্য বিন্দু নজরে না আসা পার্যন্ত
প্রত্যেকটি রানার প্রতিযোগিতা চালাতে থাকে
শেষ ফিতে না ছোঁয়া পর্যন্ত
দৌড়বিদ দৌড়াতে থাকে
একটা কিছু ঘোষণার পরে
পাওয়া না পাওয়ার অনন্ত–বেদনা
বুদবুদের মত নিস্তেজ হয়ে পড়ে
অনল কুন্ড নিভে যাবার সাথে সাথে
হাড়ির জল যেমন থাকে নির্দোষ
নিস্তেজ বা উৎফুল্লতার বিষয়ে
আমরা মানুষ নারী বা পুরুষ
রয়েছি সদা নির্মাতার নিয়ন্ত্রণে
জেনে নিতে হবে, সৃষ্টি করেছেন নির্মাতা
সে কোন কারণে
স্বার্থপরের মত বলবো না
স্বীয় সুরতে আপন মহিমা প্রকাশে
হয়েছি সৃষ্ট তাঁরই হাতে।